
১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ 100 FORTUNE 500® কোম্পানিগুলির মধ্যে ৯৬ টির সাথে ব্যবসা করে মেটলাইফ।
১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফের এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রায় ১০ দশ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান, যার রয়েছে ১৬ হাজারের বেশি সুদক্ষ কর্মী। ২০১০ সালে বাংলাদেশের বীমা কোম্পানিগুলোতে ক্রেডিট রেটিং শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ রেটিং “AAA” স্বীকৃত, মেটলাইফ বর্তমানে শীর্ষ করদাতা বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও অন্যতম।
মেটলাইফ যে সকল জীবনবীমা সেবা দিয়ে থাকেঃ-
এডুকেশন প্রটেকশন প্ল্যান (শিক্ষা বীমা) পলিসি
থ্রি পেমেন্ট প্ল্যান (থ্রিপিপি) প্লাস পলিসি
মেটলাইফ ডিপজিটরস প্রটেকশন স্কিম (ডিপিএস) পলিসি
গ্রুপ পলিসি
হজ্ব পলিসি
মেটলাইফের ঠিকানাঃ-
হেড অফিস, বাংলাদেশ
মেটলাইফ বিল্ডিং
১৮ -২০ মতিঝিল বা/এ
ঢাকা – ১০০০