
Metlife pension policy
লাইফলাইন এমন একটি পলিসি যা আপনার অবসরকালীন জীবনকে চাকরি জীবনের মতো স্বচ্ছল ও আত্মনির্ভরশীল রাখতে সহায়তা করবে। পাশাপাশি আপনি আরও পাবেন ১০ কোটি টাকা পর্যন্ত জীবনবিমা নিরাপত্তা (কোম্পানির অবলিখন নীতিমালা অনুযায়ী), দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিরাপত্তা ও আরও অনেক কিছু।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে অবসরকালীন জীবনে দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থকে মাসিক/ বাৎসরিক পেনশন হিসেবে গ্রহণ করতে পারবেন ১০০ বছর পর্যন্ত।
পেনশন (লাইফলাইন) পলিসি বুশিয়ার
কি কি পাচ্ছেন লাইফলাইন/পেনশন পলিসিতেঃ-
বেসিক ফেইস অ্যামাউন্টের বাইরেও পাবেন পলিসি বোনাস
প্রিমিয়াম প্রদানকালীন সময়ে পলিসি লোন নেওয়ার সুযোগ
বাংলাদেশের ট্যাক্স আইন অনুসারে পরিশোধ করা প্রিমিয়ামের উপরে পাবেন ট্যাক্স রিবেট
হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে ৪০% পর্যন্ত ছাড়
২৪ ঘন্টা অনলাইন ডক্টর কন্সাল্টেড ফ্রী
এক্সট্রা কিছু প্রিমিয়াম প্রদান করলে পাবেন:-
- যে কোন ধরনের এক্সিডেন্ট হলে দুর্ঘটনাজনিত চিকিৎসা ব্যয়ে প্রদান করে
- হাসপাতালে ভর্তির খরচ মেটাতে আর্থিক সহায়তা
- ২৫টি গুরুতর অসুস্থতা মোকাবেলায় তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে
- এক্সিডেন্ট/ অসুস্থতায় সম্পূর্ণ কর্ম অক্ষম হলে প্রদেয় প্রিমিয়াম মকুফ করে
বীমা গ্রহিতার বয়সঃ-
আপনার বয়স ১৮ – ৫৫ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এই পলিসির জন্য আবেদন করতে পারবেন।
প্রিমিয়াম প্রদানের সময়ঃ-
আপনার সুবিধামত মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
প্রিমিয়াম প্রদানের মাধ্যমঃ-
ব্যাংকে জমা, ব্যাংকে EFT ডেবিট, বিকাশ, নগদ ইত্যাদি যে কোন মাধ্যমে আপনি প্রিমিয়াম টাকা জমা দিতে পারেন।
বীমার মেয়াদঃ-
১০ থেকে ২০ বছর পর্যন্ত যে কোন মেয়াদের করা যায়।
সারেন্ডার ভেলুঃ-
২য় বছরের পর থেকে সারেন্ডার ভেলু পাওয়া যাবে।