
নন-লাইফের এজেন্ট কমিশন বাতিল
- 0
নন-লাইফ এজেন্ট কমিশন প্রদানে অনিয়ম দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেয়া সত্বেও শৃঙ্খলা সম্পূর্নরুপে নিশ্চিত না হওয়ায় নন-লাইফ বীমাখাতের এজেন্ট কমিশন স্থগিত থাকবে বলে নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)।
নন-লাইফের এজেন্ট কমিশন বাতিল সংক্রান্ত নোটিশ
নন লাইফ বীমা খাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে ১৫ শতাংশ বীমা এজেন্ট কমিশন প্রদান সংক্রান্ত সার্কুলার নং নন লাইফ ৩২/ ২০১২ তারিখ, ১ এপ্রিল, ২০১৩ এবং নন লাইফের কমিশন হার সংক্রান্ত জারিকৃত অন্যান্য নির্দেশাবলী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
নন লাইফ বীমাখাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে বীমা এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণ করা হলো।
উন্নয়ন কর্মকর্তাগণের বেতন-ভাতাদি অন্যান্য সুবিধাদি কর্মকর্তাগণের সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ব্যতীত সকল উন্নয়ন কর্মকর্তাগর নিয়োগপত্রের সংশ্লিষ্ট বীমাকারীর পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি উল্লেখ করতে হবে এবং সে অনুযায়ী বেতন-ভাতাদি প্রদান করতে হবে।