
মেরিন ইন্স্যুরেন্স
- 0
যে কোন ধরনের পণ্য আমদানি – রপ্তানি বা অভ্যন্তরিন পণ্য পরিবহনের ক্ষেত্রে পন্যের ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানী ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে যে চুক্তি সম্পাদন করে তাই মেরিন ইন্স্যুরেন্স। বাংলাদেশ থেকে আমদানি বা রপ্তানি মূলত সমুদ্র, বিমান, সড়ক ও রেলপথে হয়।
নিম্নক্ত কারনে পণ্যের ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানী আর্থিক ক্ষতিপূর দিয়ে থাকেঃ-
- Fire or Explosion
- Stranding. Grounding. Sinking, or Capsizing
- Overturning or Derailment of land Conveyance
- Collision or Contact with any external object other than water
- Discharge of Cargo at a port of distress
- General Average
- Jettison
- Salvage Charges
- Earthquake, Volcanic Eruption or lightning
- Washing Overboard
- Entry of sea, lake or river water
- Total loss of any package during loading/unloading
- Non-delivery
- Theft & Pilferage
- Hooks, Holing, Bursting or Tearing
- Leakage
- Loss of contents due to damage to containers
- Rain Water
- Extraneous Substance
- Heating
- Breakage, Splitting or Scratching
- Rust, Oxidation or Discoloration
- Sweating
জাহাজ সর্বদা সমুদ্রে বিপদের ঝুঁকিতে থাকে, তাই জাহাজের মালিক জাহাজের সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে মেরিন হাল ইন্স্যুরেন্স করে বীমা কোম্পানী থেকে ক্ষতিপূরণের নিশ্চয়তা নিতে পারেন।