
ট্রাভেল / ওভারসিজ মেডিকেল ক্লেম ইন্স্যুরেন্স
- 0
ট্রাভেল ইনস্যুরেন্স অথবা ভ্রমণ বিমা হলো ভ্রমণের ঝুঁকি নিরাপত্তা চুক্তি যাহা ট্রাভেল ইন্স্যুরেন্স বা ওভারসিজ মেডিকেল ক্লেম ইন্স্যুরেন্স নামে পরিচিত। ট্রাভেল ইনস্যুরেন্স পলিসি গ্রহনকৃত ব্যাক্তি ভ্রমণকালীন সময় তার কোনো শারিরিক অসুস্থতা এবং দুর্ঘটনার ক্ষয়ক্ষতি হলে, আর্থিক ক্ষতিপূরণ দেবে বীমা কোম্পানি।
যাদের বয়স ৬ মাস থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত তারাই ট্রাভেল ইনস্যুরেন্স করতে পারবেন। ১৪ দিন থেকে ১৮০ দিনের জন্য ট্রাভেল ইনস্যুরেন্স দেয়া হয়।
যে কারনে কাভারেজ পাওয়া যায়ঃ-
– অসুস্থতা ও দুর্ঘটনার জরুরী চিকিৎসা
– অসুস্থতা এবং দুর্ঘটনার ক্ষেত্রে পরিবহন এবং প্রত্যাবাসন
– মৃতদেহের প্রত্যাবাসন।
যে কারনে কাভারেজ আওতাভুক্ত নয়ঃ-
– পূর্ব-বিদ্যমান চিকিৎসা অবস্থা
– মানসিক অসুস্থতা এবং আত্মহত্যা
– গর্ভাবস্থা এবং সন্তানের জন্ম।
বীমা দাবীঃ-
এ ইনস্যুরেন্স ৩০ হাজার ইউরো (৫০ হাজার মার্কিন ডলার) থেকে ১ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত বীমা দাবী দিয়ে থাকে।
ট্রাভেল ইনস্যুরেন্স করতে যা প্রয়োজনঃ-
– পাসপোর্টের ফটোকপি
– বীমা গ্রহীতার বয়স
– ভ্রমকালীন সময়