
মেরিন কার্গো ইন্স্যুরেন্সঃ দেশের অভ্যন্তরিন পন্য ট্রানজিট বা বিদেশ থেকে পণ্য আমদানি – রপ্তানির ক্ষত্রে সমুদ্র, আকাশ, সড়ক ও রেলপথে পন্য ট্রানজিটের সময় পন্যের বিভিন্ন ধরনের ঝুকির আশঙ্কা মোকাবেলার জন্য মেরিন ইন্স্যুরেন্স করা হয়। ট্রানজিটের সময় ইন্স্যুরেন্সকৃত পন্যের কোন ধরনের ক্ষয়ক্ষতি হলে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিয়ে থাকে।
মেরিন কার্গো ইন্স্যুরেন্সে নিম্নলিখিত কারণে ক্ষয়ক্ষতি হলে বীমাকৃত পন্যের ক্ষতিপূরণ দিয়ে থাকে :
- Fire or Explosion
- Stranding. Grounding. Sinking, or Capsizing
- Overturning or Derailment of land Conveyance
- Collision or Contact with any external object other than water
- Discharge of Cargo at a port of distress
- General Average
- Jettison
- Salvage Charges
- Earthquake, Volcanic Eruption or lightning
- Washing Overboard
- Entry of sea, lake or river water
- Total loss of any package during loading/unloading
- Non-delivery
- Theft & Pilferage
- Hooks, Holing, Bursting or Tearing
- Leakage
- Loss of contents due to damage to containers
- Rain Water
- Extraneous Substance
- Heating
- Breakage, Splitting or Scratching
- Rust, Oxidation or Discoloration
- Sweating
মেরিন হাল ইন্স্যুরেন্সঃ জাহাজ সর্বদা সমুদ্রে ব্যাপক ঝুঁকির ভিতরে থাকে – জাহাজের যন্ত্রপাতির ক্ষয়-ক্ষতি, আটকে, গ্রাউন্ডেড, ডুবা, আগুন বা ক্যাপসাইজ হতে পারে। জাহাজে লোড / আনলোড করার সময় যে কোনও প্যাকেজ ওভারবোর্ডে হারিয়ে যেতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে। এরকম বিভিন্ন ধরনের জাহাজের ঝুকি মোকাবেলার জন্য মেরিন হাল ইন্স্যুরেন্স করা হয়। জাহাজ এবং জাহাজের অভ্যন্তরে পন্যের কোন ধরনের ক্ষয়ক্ষতি হলে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিয়ে থাকে।
মেরিন হাল ইন্স্যুরেন্সে নিম্নলিখিত দুই ধরনের হয়ে থাকে :
ক) আই.টি.সি (ইনস্টিটিউট টাইম ক্লজ) – সাধারণত ব্যাপক কভারেজ হিসাবে পরিচিত।
খ) টি.এল.ও (টোটাল লস অনলি) – মামলা, উদ্ধার এবং শ্রম চার্জ ।
অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে যুদ্ধ এবং ধর্মঘটের ঝুঁকি নেয়া যায়।