
অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করে মূল বীমা পলিসির সাথে আরো কিছু মূল্যবান ঐচ্ছিক বীমা সুবিধা যুক্ত করে নিয়া যায়।
ঐচ্ছিক বীমা সুবিধা সমুহঃ-
পারসোনাল অ্যাক্সিডেন্ট কাভারেজ (প্লাস):
আপনি যদি অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করেন এবং অ্যাক্সিডেন্ট কাভারেজের জন্য যোগ্য হন, তবে প্রিমিয়িাম প্রদানের সময়কালে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়, অথবা আপনি যদি অক্ষম হয়ে যান অথবা আঘাত প্রাপ্ত হন তাহলে অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।
মেডিকেয়ার:
মেডিকেয়ারের আওতায় আপনি বা আপনার পরিবারের সদস্য যদি কোন অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন, তবে দৈনিক ন্যূনতম ১,০০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
ওয়েভার অব প্রিমিয়াম:
দুর্ঘটনা বা অসুস্থতার কারণে ছয় মাসের অধিক সময় সম্পূর্ণ অক্ষম হয়ে গেলে পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ।
হসপিটাল কেয়ার:
আপনি ও আপনার পরিবারের সদস্যরা দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলে সাপ্তাহিক আর্থিক সুবিধা।
অ্যাক্সিডেন্ট ইনডেমনিটি সার্টিফিকেট (এ আই):
দুর্ঘটনার কারণে সম্পূর্ণ অক্ষম হয়ে গেলে প্রতি ১০০,০০০ টাকা অভিহিত মূল্যের জন্য সাপ্তাহিক ৭৫০ টাকা করে প্রদান ।
ক্রিটিকাল কেয়ার:
বীমা নিরাপত্তার আওতাভুক্ত ২৫টি মারাত্মক রোগের কোনটি পরীক্ষার মাধ্যমে নির্ণীত হয় বা উক্ত অসুস্থতা/স্বাস্থ্যগত অবস্থার কারণে অস্ত্রোপচার প্রয়োজন হলে (যেক্ষেত্রে যা প্রযোজ্য) এককালীন অর্থ প্রদান।
অ্যাক্সিডেন্ট ইনডেমনিটি সার্টিফিকেট (এ আই)/লিমিটেড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স সার্টিফিকেট (এ এক্স):
দুর্ঘটনার কারণে অঙ্গহানি হলে অভিহিত মূল্যের ২ গুণ পর্যন্ত এককালীন অর্থ প্রদান এবং সাধারণ যাত্রী পরিবহণে ভ্রমণের সময় দুর্ঘটনার কারণে মৃত্যু ঘটলে অভিহিত মূল্যের ২ গুণ পর্যন্ত এককালীন অর্থ প্রদান ।
অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট:
দুর্ঘটনার কারণে মৃত্যু ঘটলে অভিহিত মূল্যের ২ গুণ পর্যন্ত সুবিধা প্রদান।